ইউনিক হোটেলের সাথে নেবারস পাওয়ার ইনভেস্টমেন্টের চুক্তি

নিজস্ব প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও ভ্রমণ খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট নেবারস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুযায়ী কোম্পানিটি ১৪ হাজার ৬৪১টি সাধারণ শেয়ার ১০ টাকা ফেসভ্যালুতে বিক্রি করবে। যার ১১.৭৬ শতাংশ পেইড-আপ শেয়ার ইউনিক ম্যানেজমেন্ট পাওয়ার লিমিটেডের (ইউনিক হোটেলর সহযোগী কোম্পানি)।

নেবারস পাওয়ার ইনভেস্টমেন্ট কোম্পানিটির শেয়ার ২ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮০০ প্রিমিয়াম ফেসে কিনবে। কোম্পানিটি অনুমোদন পেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে এই শেয়ার কিনতে পারবে।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ৫৮৪ মেগাওয়াট (নেট) গ্যাস/আর এলএনজি ভিত্তিক কমবাইন্ড পাওয়ার প্লান্ট প্রকল্প করেছে।

কোম্পানিটির এই প্রকল্পের সাথে স্ট্রেটেজিক ফিন্যান্স লিমিটেড এবং জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট বি.ভি মিলে নামকরণ করা হয়েছে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড। এই প্রকল্পটি নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত।
এসএমজে/২৪/রা

Tagged