আর্থিক প্রতিবেদনে সঙ্গতি, আইপিও আবেদন বাতিল: সাধুবাদ বিএসইসি

পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা বস্ত্র খাতের ২ কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটির আর্থিক প্রতিবেদনে অসংগতি পাওয়ায় সম্প্রতি বিএসইসি এ সংক্রান্ত চিঠি উভয় কোম্পানি ও ইস্যু ম্যানেজারকে পাঠিয়েছে বলে গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়। আমরা এই সিদ্ধানের জন্য বিএসইসিকে সাধুবাদ জানাই।

ইতিমধ্যেই আর্থিক প্রতিবেদনে গলদসহ নানাভাবে দুর্বল কোম্পানি পুঁজিবাজার থেকে আইপিও এবং রাইট শেয়ারের মাধ্যমে অনেক টাকা উত্তোলন করেছে। সেসব কোম্পানা এখন পুঁজিবাজারে গলার কাঁটা হয়ে রয়েছে। এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা বিনিয়োগকারীরা পথে বসেছেন। এর ফলে পুঁজিবাজারের ভিত্তি দুর্বল হয়ে গেছে এবং বিনিয়োগকারীরা আস্থার সংকটে ভুগছেন। অতীতেও যদি এমনভাবে কঠোর ব্যবস্থা নেয়া হতো তা হলে পুঁজিবাজারের অবস্থা এতটা নড়বড়ে হতো না। অনেক কোম্পানি পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে অল্প সময়ের মধ্যেই জেড ক্যাটাগরিতে নেমে গেছে। তাই এত দ্রুত কোম্পানিগুলোর অবস্থা কী করে এমন হলো এই প্রশ্ন এখন সাধারণ বিনিয়োগকারীদের।

আমাদের ধারণা, অতীতে আইপিও আবেদন ভালো করে যাচাই-বাছাই করা হলে এই অবস্থা সৃষ্টি হতো না।

Tagged