আন্তর্জাতিক শেয়ার বাজারে মিশ্রপ্রবণতা

এসএমজে রিপোর্ট

আন্তর্জাতিক পুঁজিবাজারগুলো গত ২৭ সেপ্টম্বর শুক্রবার সূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে।
আমেরিকান শেয়ার বাজার:  আমেরিকান শেয়ার বাজারের (ঘণঝঊ) সূচক কিছুটা নিম্নমুখী ছিল। যুক্তরাষ্ট্রের ডাউজোনসের (DOW) সূচক এদিন ০.৪৪ শতাংশ কমে দাঁড়ায় ১২,৯৭১.৯৪ পয়েন্ট।
নাজডাক (NASDAQ): আমেরিকান শেয়ার বাজারের অর্ন্তভুক্ত নাজডাকও ওই দিন (NASDAQ) কিছুটা নিম্নমুখী ছিল। সূচক ১.১৩ শতাংশ কমে দাঁড়ায় ৭,৯৩৯.৬৩ পয়েন্ট।
লন্ডন শেয়ার বাজার: এদিন লন্ডন শেয়ার বাজারের (LSE) সূচক ছিল কিছুটা ব্যতিক্রম। এ শেয়ার বাজার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল ৭৫.১৩ শতাংশ।
বম্বে শেয়ার বাজার: বম্বে শেয়ার বাজারের (BSE) সূচকও  নিম্নমুখী ছিল। এ শেয়ার বাজারের -০.৪৩ শতাংশ কমে দাঁড়ায় ৩৮,৮২২.৫৭ পয়েন্ট।
জাপান শেয়ার বাজার: জাপান শেয়ার বাজারের (NIKKEI) সূচকও ছিল নিম্নমুখী। এখানে -০.৭৭ শতাংশ কমে সূচক দাঁড়ায় ২১,৮৭৮.৯০ পয়েন্ট।
যার মোট সূচক ৭,৪২৬.২১ পয়েন্ট।
এক কথায় আন্তর্জাতিক শেয়ার বাজারগুলোতে ওই দিন মিশ্র প্রবণতা দেখা গেছে।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য কমেছে প্রতি ব্যারেলে ০.৪১ শতাংশ এবং স্বর্ণের দাম কমেছে প্রতি আউন্সে -০.৭৯ শতাংশ।
এসএমজে/২৪/ঝি

Tagged