আজ ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির লেনদেন  ৫৫ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ ২৪ মে (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৫৫ কোটি ৪৬ লাখ ৩১ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ২২ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির মোট ১১ কোটি ৩ লাখ ৫০হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনে তৃতীয় স্থানে থাকা পূবালী ব্যাংক লিমিটেড। মোট লেনদেন হয়েছে ৯ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- আমান ফিড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ব্রাক ব্যাংক, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড, সেন্টাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, ইস্টার্ণ ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, কাট্রালি টেক্সটাইল, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, নাহি অ্যালমুনিয়াম, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ন্যাশনাল পলিমাল, এনআরবিসি ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক,  রংপুর ডেইরী এন্ড ফুড পোডাক্টস, রিপাবলিক ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

এসএমজে/২৪/সা

Tagged