অসাধু চক্রের হাত থেকে পুঁজিবাজারকে মুক্ত করতে হবে

দেশের পুঁজিবাজারে সাম্প্রতিককালে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব সিদ্ধান্ত কার্যকর করতে পারলে বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা মনে করি। তবে সব চেয়ে বড় কথা হচ্ছে পুঁজিবাজারকে অসাধু চক্রের হাত থেকে মুক্ত করতে হবে। তা নাহলে যত ভালো সিদ্ধান্তই নেওয়া হোক খুব একটা কাজে আসবে না। আগেও অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত কাগজে-কলমে থাকলেও কার্যকর হয়েছে কম। আবার আইনি ফাঁফোকর দিয়ে বের হয়ে যায় অসাধু চক্র। এতে অনেক ভালো উদ্যোগও মাঠে মারা যায়। এ কারণে সব দিক থেকে কঠোরভাবে বিষয়গুলো দেখতে হবে এবং ব্যবস্থা নিতে হবে সেই আলোকে।

পুঁজিবাজারে কারা কীভাবে অনিয়ম করছে এটি  আর এখন অজনা বিষয় নয়। বর্তমান ডিজিটাল যুগে চাইলেই এসব বিষয়ে নজরদারি বাড়ানো সম্ভব। এক্ষেত্রে দরকার সদিচ্ছার। এই কাজটি করতে হবে নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেই। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারছে সে বিষয়টিও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তা হলে হয়তো বাজার অসাধু চক্র থেকে মুক্ত হতে পারে।

Tagged