দফা সংশোধন করে অনুমোদিত মূলধন বাড়াবে এসএস স্টিল

এসএমজে ডেস্ক:

দফা সংধোশন করে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে মূলধন বাড়ানোর বিষয়টি অনুমোদিত হয়।

কোম্পানির এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানির অনুমোদিত ২৫০ কোটি থেকে ৩০০ কোটি বাড়ানোর সিদ্ধান্তটি অনুমোদিত হয়। কোম্পানিটি সংঘস্বারকের দফা-V এবং দফা-৫ সংশোধন করে মূলধন বাড়াবে। রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির অনুমোদন নিয়ে এসএস স্টিল মূলধন বাড়াতে পারবে।

উল্লেখ্য, এসএস স্টিলের অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ২৪৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন অনুমোদিত মূলধনের নিকটে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএমজে/২৪/বা

Tagged