পুঁজিবাজারকে ভয়মুক্ত করা প্রয়োজন

গতকাল দেশের পুঁজিবাজারে সকাল থেকে সব শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা দেখা গেছে। বাজার পড়তির দিকে থাকলে বিনিয়োগকারীদের মধ্যে সাধারণত শেয়ার বিক্রি করে দেওয়ার প্রবণতা দেখা যায়, এ ধরনের প্রবণতা বাজারে দরপতন ত্বরান্বিত করে। সেটাই হচ্ছে বর্তমানে।

এ ছাড়া গত কয়েক দিন ধরেই বাজারে এক ধরনের মন্দাভাব দেখা যাচ্ছে। লেনদেন ও সূচক-উভয় ক্ষেত্রেই তা দেখা যাচ্ছে। লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমে গেছে। ফলে বাজারে এক ধরনের তারল্য সংকট তৈরি হয়েছে। সে কারণে বাজারে ক্রেতা কমে গেছে। যাদের হাতে শেয়ার আছে, তাঁরা অধিক লোকসানের ভয়ে আগেভাগে শেয়ার ছেড়ে দিচ্ছেন।

যেসব কোম্পানির শেয়ারের দাম মূল্যস্তরে আটকে আছে, তারা লেনদেন করতে পারছে না। যারা লেনদেন করতে পারছেন, তারা বড় ধরনের লোকসান এড়াতে আগেভাগে শেয়ার বিক্রি করে দিচ্ছেন।
আপাতত বিনিয়োগকারীদের আশাবাদী হওয়ার মতো সংবাদ বাজারে নেই। নতুন বিনিয়োগ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাজারে নতুন বিনিয়োগ না আসলে শিগগিরই বাজারের মন্দাভাব কাটবে না। সবার আগে বাজারকে ভয়মুক্ত করা দরকার।

Tagged