এসএমজে ডেস্ক:
বানকো সিকিউরিটিজ লিমিটেডের বিও অ্যাকাউন্টধারীগণ যেকোনও বিষয়ে জানার জন্য ডিএসই’র বিনিয়োগকারী অভিযোগ, সালিশ এবং মামলা মোকদ্দমা বিভাগের সাথে যোগাযোগ করতে পারবেন। টেলিফোন: 09666702070, এক্সট্রা-1642, 1643 এবং 1645; হট লাইন: + 88-01713276415
বানকো সিকিউরিটিজের ট্রেড এবং ডিপি কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় বিনিয়োগকারীগণ লিঙ্ক বিও অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার স্থানান্তর করার জন্য দাবির ক্ষেত্রে স্বাক্ষরসহ যথাযথভাবে পূরণ করার পরে সিডিবিএলের ডিপিএ 6 প্রতিবেদন (সিডিবিএল থেকে সংগৃহীত) এবং সিডিবিএলের ফর্ম 16-1 এবং 16-2 এর মূল কপি জমা দিতে পারবেন। তবে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী এবং সংশ্লিষ্টগণ এ বিষয়টিকে সাধুবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে ব্রোকারেজ হাউজের অপরাধের দায়ে যেন বিনিয়োগকারীদের ক্ষতির সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি ব্যক্ত করেন।
তথ্যসূত্র: ডিএসই
ব্রেকিং নিউজ :