ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত

দীর্ঘ দিন ধরে পুঁজিবাজার অস্থির। এই সময় বাজারের গতিবিধি বুঝাটা একটু জটিল। এ কারণে বুঝে-শুনে বিনিয়োগ করার বিকল্প নেই। তাই প্রথমেই মানসকিভাবে দৃঢ় থাকা উচিত শেয়ার কেনা-বেচা সম্পর্কে সিদ্ধান্তে নেয়ার ক্ষেত্রে। বিশেষ করে এ সময় ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ থেকে বিরত থাকা উচিত। বাজারে অস্থিরতা চলাকলে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যেতে পারে।

বছরের পর বছর ডিভিডেন্ড দিচ্ছে না, জেড ক্যাটাগরি, লোকসানি কোম্পানির শেয়ার কেনার আগে সতর্ক থাকা প্রয়োজন। বিনিয়োগকারীকে নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেরই প্রশ্ন তুলতে হবে। একটি দুর্বল কোম্পানির শেয়ার কিনে তিনি কীভাবে মুনাফা করবেন? কোম্পানির অবস্থা ভালো না হলে শেয়ারের দর বাড়বে কীভাবে? হ্যাঁ, আমাদের দেশের পুঁজিবাজারে অনেক সময় দেখা যায় এসব দুর্বল কোম্পানির শেয়ার দর বেড়ে যায়। অন্যদিকে অনেক ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ার দরও কমে যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে এটি স্বাভাবিক কোনো লক্ষণ নয়। এর মধ্যে গলদ রয়েছে। তাই যে কোনো সময় বিষয়টি স্বাভাবিক অবস্থায় ফিরে এলে বিনিয়োগকারীকে ক্ষতির মধ্যে পড়তে হতে পারে। সুতরাং বিষয়গুলোয় ভালো করে নজর রাখতে হবে এবং যুক্তিযুক্ত সিদ্ধান্তের মাধ্যমেই বিনিয়োগ করতে হবে।

Tagged