পুঁজিবাজারের জন্য আমরা কি যোগ্য লোক খুঁজে পাবো না?

বাঙালির ইতিহাসে মুক্তিযুদ্ধ একটি শ্রেষ্ঠ অর্জন। এই অর্জন প্রমাণ করে বাংলাদেশের মানুষ বড় কিছু অর্জনের জন্য সক্ষম। এদেশের সম্ভাবনা হচ্ছে সাধারণ মানুষ। যারা দিনের পর দিন দেশে উৎপাদনের চাকা সচল রেখেছে, পোশাক কারখানায় কাজ করে প্রবাসে পরিশ্রম বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে। তারাই কিন্তু বড় কাজটি করে যাচ্ছে। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই না যে, আমাদের দেশে যোগ্য লোকের অভাব আছে। কিন্তু নানা ক্ষেত্রে পরিচালনা বা নেতেৃত্বে যারা রয়েছেন, তাদের সবাই যে যোগ্য, এমনটি বলা যাবে না। অনেক জায়গায় অযোগ্য লোক রয়েছে। তাদের কারণে দেশের সর্বক্ষেত্রে সমান সাফল্য আসছে না। এমনই একটি ক্ষেত্র দেশের পুঁজিবাজার। এখানে বরাবরই মনে হয়েছে যোগ্য লোকের অভাব রয়েছে।

পুঁজিবাজার যারা পরিচালান করবেন, তাদের যোগ্যতা আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন থাকার অবকাশ নেই। কারণ এটি অর্থনীতির একটি স্পর্শকাতর জায়গা। এছাড়া জাতীয় স্বার্থের পাশাপাশি লাখ লাখ বিনিয়োগকারীর এখানে যুক্ত। এসব বিষয় বিবেচনায় করে বলা যায়, পুঁজিবাজারের জন্য সৎ ও যোগ্য লোক দরকার।  এ কথা আমরা দীর্ঘ সময় ধরে লিখে আসছি কিন্তু কোনো পরিবর্তন দেখছি। এটি খুবই দুঃখজনক ও হতাশার। আমরা আশা করবো দ্রুত এই হতাশা দূর করা হোক।

Tagged