৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে আইএফআইসি ব্যাংক

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্যা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (আইএফআইসি ব্যাংক) বাজারে বন্ড ছেড়ে ৫শ কোটি টাকা সংগ্রহ করতে চায়। গতকাল ২৮ ফেব্রুয়ারি, রোববার অনুষ্ঠিত ব্যাংকটির ৭৮৯তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সূত্র জানিয়েছে, এই বন্ড হবে নন-কনভার্টিবল (শেয়ারে রূপান্তর যোগ্য নয়) সাব-অর্ডিনেট বন্ড। বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যাংকটির টিআর টু মূলধনের অংশ হিসেবে কাজ করবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত কার্যকর হবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged