আজ রবিবার ,৩১ জানুয়ারী পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ মিউচ্যুয়াল ফান্ড সহ ১৪ কোম্পানির আজ বোর্ড সভা অনুষ্ঠিত হবে । সভায় ৩১ শে ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং সর্বসম্মতিক্রমে তা প্রকাশ করা হবে।
নিম্নে কোম্পানিগুলোর নাম এবং সভার সময়সূচী উল্লেখ্য করা হলঃ-
কোম্পানির নাম | সময়সূচি |
জিবিবি পাওয়ার | বিকাল ৩ টায় |
উসমানিয়া গ্লাস | বিকাল ৩ টায় |
মুন্নু সিরামিকস | বিকাল সাড়ে ৪ টায় |
মুন্নু এ্যাগ্রো | বিকাল ৪ টায় |
লিগ্যাসি ফুট | বিকাল ৩ টায় |
জেনারেশন নেক্সট | বিকাল ৩ টায় |
জিকিও বলপেন | সাড়ে ৩টায় |
কাশেম ইন্ডাস্ট্রিজ | দুপুর ২ টা ৪৫ মিনিটে |
সোনার গা টেক্সটা্ইলস | বিকাল ৩ টা ৩০ মিনিটে |
পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড | বিকাল ৩ টায় |
পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড | বিকাল ৩টা ০৫ মিনিটে |
ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড | বিকাল ৩ টা ১০ মিনিটে |
এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | বিকাল ৩ টা ১৫মিনিটে |
রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড | বিকাল ৩ টা ২৫ মিনিটে |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/রা