ধারা পরিবর্তন করতে যাচ্ছে দুই ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

ব্যাংকিং ধারা পরিবর্তন করতে যাচ্ছে দেশের দুটি তফসিলি ব্যাংক। ব্যাংক দুটি প্রচলিত ব্যাংকিং এর পরিবর্তে আগামী দিনে শুধু ইসলামী ধারার ব্যাংকিং করবে। উক্ত ব্যাংক দুটিকে এই রূপান্তরের অনুমতি দিয়েছে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

গতকাল, রোববার অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। ব্যাংক দুটি হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং এনআরবি গ্লোবাল ব্যাংক।

ইতোমধ্যে, এনআরবি গ্লোবাল ব্যাংক তার নামও পরিবর্তন করছে। পরিবর্তন করে রাখা হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক।

এসএমজে/২৪/বা

Tagged