ফের উল্টো পথে সূচক: পদক্ষেপে কালক্ষেপণ কাম্য নয়

ঘোষিত পদক্ষেপগুলো বাস্তবায়নে কালক্ষেপণ পুঁজিবাজারের জন্য দীর্ঘ মেয়াদি ক্ষতির কারণ হতে পারে। তাই সংশ্লিষ্টদের এ বিষয়ে মনোযোগী হওয়া প্রয়োজন। কারণ পদক্ষেপ যতই সঠিক হোক, সঠিক সময়ে বাস্তবায়ন করতে না পারলে সুফল আসে না। বর্তমান পুঁজিবাজারের সূচক ফের উল্টো পথে হাঁটতে শুরু করেছে। এর আগে বাজার কয়েক দিন আলোর ঝলকানি দিলেও গত ৪ কার্যদিবসে সূচক পড়েছে ১১৮ পয়েন্ট। এটি বাজারের জন্য অশনি সংকেত। বাজার এখনও নড়বড়ে অবস্থায় রয়েছে। তাই উন্নয়নের সঠিক উপায় বের করতে না পারলে আরো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

মনে রাখা প্রয়োজন, ভালো উদ্যোগ তখনই ভালো হয়, যখন এর উপযুক্ত বাস্তবায়ন সম্ভব হয়। তা নাহলে সব কিছুই ভেস্তে যায়। ইতিমধ্যে বাজার উন্নয়নে অনেক ধরনের কথা বলা হচ্ছে। প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। কিন্তু কোথাও যেনো গলদ থেকে যাচ্ছে। প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না। যে কারণে বাজার চাঙ্গা হওয়ার ইঙ্গিত দিয়েই ফের পতনমুখী হচ্ছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে বার-বার আশাভঙ্গের বেদনা জাগছে। যা একটি উন্নত পুঁজিবাজার গঠনের ক্ষেত্রে অন্তরায়।