তিন ব্রোকারেজ হাউজকে জরিমানা: অনিয়ম নিরুৎসাহিত হবে

অনিয়মের কারণে তিন ব্রোকারেজ হাউজকে আট লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর মধ্যে মডার্ন সিকিউরিটিজকে পাঁচ লাখ, সিলনেট সিকিউরিটিজকে দুই লাখ ও এমএএইচ সিকিউরিটিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেয়া হয় বলে গণমাধ্যমের খবর প্রকাশ।

পুঁজিবাজারে স্বচ্ছতা আনতে হলে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। বিশেষ করে ব্রোকারেজ হাজগুলো যাতে কোনো ধরনের ছলচাতুরি করে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করতে না পারে সে বিষয়ে সজাগ থাকা খুবই দরকার। ব্রোকারেজ হাউজগুলোয় কতটা স্বচ্ছতার সঙ্গে কাজ হয়, এটি খতিয়ে দেখা ও নজরদারির মধ্যে রাখা প্রয়োজন। এতে পুজিবাজারের বিনিয়োগকারীরা স্বস্তি নিয়ে লেনদেন করতে পারবেন। অতীতে অনেক সময় দেখা গেছে সাধারণ বিনিয়োগকারীরা ব্রোকারেজ হাউজগুলো সম্পর্ নানা বিষয়ে আপত্তি তুলছেন। সেসব বিষয়ে সময় মতো পদক্ষেপ নেয়া হয়নি। বর্তমানে বিএসইসি তৎপর হওয়ায় এসব বিষয় সামনে চলে আসছে। আমরা চাই, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের অনুকূলে নিয়ন্ত্রক সংস্থা আরও পদক্ষেপ নিক।

Tagged