স্বাভাবিক পুঁজিবাজারের নিশ্চয়তা কে দেবে?

বিনিয়োগকারীদের দীর্ঘ দিনের দাবি, একটি স্বাভাবিক পুঁজিবাজার। এই দাবি পূরণ তো হচ্ছেই না উপরন্তু কিছু দিন পর পর পুঁজিবাজারে ভৌতিক ঘটনা ঘটে চলছে। এসব ঘটনাকে শুধু অস্বাভাবিক বলে শেষ করা যায় না, তাই ভৌতিক শব্দটি লিখতে হলো। গত প্রায় একযুগ ধরে পুঁজিবাজারের এমন আচরণে বিনিয়োগকারীরাও স্বাভাবিক থাকতে পারছেন না। তারা গুজবনির্ভর বিনিয়োগ ভাবনা থেকে বের হতে পারছেন না। কোনো ঘটনা ঘটলেই সবার আগে বিনিয়োগকারীরা গুজবে কান দেন। কারণ তারা কারো কাছেই স্বাভাবিক পুঁজিবাজারের নিশ্চয়তা পাচ্ছেন না। যতই কমিটি গঠন হোক, কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্তের কথা বলা হোক আশানুরূপ পরিবর্তন নেই। এ কারণে নৈরাশ্যই বিনিয়োগকারীদের পাথেয় হয়ে উঠেছে। তারা কারো কাছো ভরসা না পেয়ে বারবার গুজবের কাছে যান, বারবার প্রতারিত হন।

এতো বেশি অস্বাভাবিকতা বিশ্বের অন্যকোনো পুঁজিবাজারে আছে কি না বলতে পারছি না। আর যদি থেকেও থাকে, আমরা কেনো মন্দ নজিরটাই অনুসরণ করবো? কেনো উন্নত পুঁজিবাজারের বিষয়গুলো আমরা নিতে পারবো না? এই ধরনের প্রশ্ন আসাটাই এখন বড় বিষয় হয়ে উঠেছে। আমরা আশা করবো বিষয়গুলো ভেবে ব্যবস্থা নেবেন সংশ্লিষ্টরা।

Tagged