অনেকটা ‘ডিম আগে না মুরগি আগে’র মতো অবস্থা সৃষ্টি হয়েছে দেশের পুঁজিবাজারে। বর্তমান পরিস্থিতে বাজারে স্থিতিশীলতা না সুশাসন কোনটি আগে প্রয়োজন, দেখা দিয়েছে এমন প্রশ্ন। কেউ কেউ মনে করছেন, বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে এনে তারপর সুশাসনে নজর দেয়া প্রয়োজন। আবার অনেকের ধারণা, আগে সুশাসন প্রতিষ্ঠা করা দরকার। আমরা মনে করি আসলে দুটি পদক্ষেপই সমান্তরাল নিতে হবে। কারণ আমাদের দেশের পুঁজিবাজারে দুটিরই ঘাটতি রয়েছে। এ ছাড়া বিভিন্ন কারণে কালক্ষেপণের মধ্য দিয়ে বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে, দুটি বিষয়কেই সমান গুরুত্ব দেয়া প্রয়োজন।
স্থিতিশীল পুঁজিবাজারও যে কোনো সময় অস্থির হয়ে উঠতে পারে যদি সুশাসনে হেরফের হয়। তাই সুশাসন যদি থাকে, বাজারে স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা দেখা দেয়। যখন বিনিয়োগকারীরা বাজারে উন্নত পরিবেশ দেখবেন, তাদের মধ্যে আশার সঞ্চার হবে। তারা ভাববেন, বাজারের মধ্যে বিনিয়োগ করা যায়, তাদের মূলধন নিরাপদ থাকতে পারে। এই নিরাপত্তার বিষয়টি কিন্তু সুশাসনের মধ্য দিয়েই নিশ্চিত করতে হবে। আর সেভাবেই পদক্ষেপ নিতে হবে। তাহলে হয়তো একটি ভারসাম্যপূর্ণ, স্থিতিশীল পুঁজিবাজার দেখতে পাবো আমরা।