সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার কিনবে ইবনে সিনা

এসএমজে ডেস্ক:

সাবসিডিয়ারি কোম্পানির স্পন্সর শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদ জানায়, নতুন সাবসিডিয়ারি কোম্পানিতে ৬৫ শতাংশ স্পন্সর শেয়ার কেনার করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

পূর্বে কোম্পানিটি ইবনে সিনা পলিমার ইন্ডাষ্ট্রি লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠা করার কথা জানিয়েছিল। কোম্পানির পরিচালনা পর্ষদ প্রস্তাবিত সাবসিডিয়ারি কোম্পানির জন্য ১০ কোটি টাকা পরিশোধিত মূলধন ও  ৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের অনুমোদন করে।

ইবনে সিনা পলিমার ইন্ডাষ্ট্রিজ প্লাস্টিক এবং পলিমার সম্পর্কিত পণ্য, পেট বোতল  তৈরি ও বাজারজাত করবে। সাবসিডিয়ারি এই কোম্পানিটি গাজীপুর এলাকায়, শ্রীপুর,  চকপাড়াতে প্রতিষ্ঠিত হবে।ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এবং ইবনে সিনা ট্রাস্ট সাবসিডিয়ারি কোম্পানিতে যৌথভাবে বিনিয়োগ করবে বলে জানা যায়।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged