শুধু আর্থিক জরিমানায় অনিয়ম বন্ধ করা সম্ভব নয়

গত এক বছরে পুঁজিবাজারে বেশকিছু পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। মূলত বর্তমান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠন হওয়ার পর থেকেই এসব উদ্যোগ নেওয়া হয়। এর মধ্য দিয়ে বাজারে কিছু কিছু বিষয়ে দৃশ্যমান পরিবর্তন সম্ভবও হয়েছে। এর জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। তারপরও কিছু বিষয়ের জন্য বিএসইসি সাধুবাদ পেতেই পারে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার প্রতি প্রত্যাশাও বেড়েছে। আমরা আশা করি এই নিয়ন্ত্রক সংস্থা পুঁজিবাজারের গুণগত পরিবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখবে।

পুঁজিবাজারে অনিয়মের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিষয়টি নিয়ে আমরা অনেক দিন ধরে লিখে আসছি। আমাদের ধারণা, শুধু আর্থিক জরিমনা দিয়ে অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। কারণ অনিয়ম যারা করেন, আর্থি জরিমানা কতটুকু হতে পারে, সেটি মাথায় রেখেই করেন। যে কারণে এখনও অনিয়ম নির্মূল করা সম্ভব হয়নি। আমাদের ভাষ্য হচ্ছে, অনিয়মের জন্য কারাদণ্ডের ব্যবস্থা করা হোক। কারণ অনিয়মকারীদের আর্থিক সক্ষমতা রয়েছে। তাই তারা জরিমানা দিয়ে সহজে পার পেয়ে যান, পরে আবার অনিয়ম করেন। দুয়েকবার যদি তাদের কারাদণ্ড দেওয়া যায়, তা হলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

Tagged