লেনদেন কমার কারণ মুনাফা তুলে নেওয়া নাকি অন্য কিছু

পুঁজিবাজারে লেনদেন হঠাৎ কমে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তা বাড়ার কারণ হতে পারে বিনিয়োগকারীদের জন্য। বিষয়টি নিয়ে ভাবা দরকার নিয়ন্ত্রক সংস্থারও। লেনদেন কমে যাওয়ার কারণ খুঁজে দেখা দেখা দরকার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সম্প্রতি লেনদেনের পরিমাণ ৬-৭ শ কোটি টাকা নেমে এসেছে।

ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে ঘটা করে বলা হচ্ছে, পুঁজিবাজারে বেশ উন্নতি হয়েছে। লেনদেন আড়াই হাজার কোটি টাকায় উঠেছে। এরপরই বাজারের এমন অবস্থা ভালো লক্ষণ নয়। আমরা বরবরই বলে আসছি, পুঁজিবাজারের সংকট উত্তরণের সমাধান পুঁজিবাজারেই থাকতে হবে। বাইরে থেকে বাজার উন্নয়ন করে ধরে রাখা সম্ভব নয়। পুঁজিবাজারকে এমনভাবে সাজাতে হবে, যাতে যে কোনো অবস্থা থেকে বাজার উঠে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে পারে। একই ভাবে বর্তমানে লেনদেন কমে যাওয়ার বিষয়টি মুনাফা তুলে নেওয়ার কারণে ঘটেছে, নাকি অন্যকোনো কারণ রয়েছে এটি খুঁজে বের করে করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাঠামোর মধ্যে সক্ষমতা সৃষ্টি করা প্রয়োজন। এ জন্য আইনি পদক্ষেপসহ নানামুখি ধারাবাহিক উদ্যোগ থাকতে হবে।

Tagged