লভ্যাংশ বিতরণ করেছে ৭ কোম্পানি

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি লভ্যাংশ বিতরণ করেছে।কোম্পানিগুলো হল- ফাইন ফুডস, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, সিলকো ফার্মাসিউটিক্যালস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ন্যাশনাল টি কোম্পানি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ফাইন ফুডস ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরের পূর্বঘোষিত ১ শতাংশ নগদ লভ্যাংশ আজ(২৫ জানুয়ারি) থেকে বিতরণ করা হবে।সেই সাথে সাধারণ শেয়ারহোল্ডারদের কোম্পানিটির হেড অফিস (নিউ মার্কেট সিটি কমপ্লেক্স(লেভেল-৬),৪৪/১,রহিম স্কয়ার,নিউ মার্কেট, ঢাকা-১২০৫)থেকে সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর‌্যন্ত অফিস সময়ে এবং মার্জিন অ্যাকাউন্টধারীরা লভ্যাংশ পরোয়ানা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিতরণ করবে।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরের পূর্বঘোষিত ১০ শতাংশ বোনাস শেয়ার বিও অ্যাকাউন্টের মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিতরণ করেছে।

সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরের পূর্বঘোষিত ১ শতাংশ নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।

সিলকো ফার্মাসিউটিক্যালস ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরের পূর্বঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরের পূর্বঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।

ন্যাশনাল টি কোম্পানি ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরের পূর্বঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।

অন্যদিকে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ২৬ শতাংশ নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে। সূত্র:ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/ঝি

Tagged