মুনাফার নিশ্চয়তা নয়, সুশাসনের নিশ্চয়তা থাক পুঁজিবাজারে

পুঁজিবাজারে কেবল মুনাফা হবে, এমন নিশ্চয়তা নয়- সুশাসনের নিশ্চয়তা থাকা প্রয়োজন।  কারণ পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে লাভ-লোকসান থাকবেই। এখানে বিনিয়োগ করলে কেবল লাভই হবে এমন চিন্তা নিশ্চয় কেউ করেন না। তবে পুঁজিবাজারে সুশাসন থাকুক এটি সকলেই আশা করেন। এর ব্যতিক্রম শুধু কতিপয় চক্র। যারা অসাধু উপায়ে সাধারণ বিনিয়োগকারীদের টাকা হাতিয়ে নিতে চান। তাদের লক্ষ্য একটাই, কী করে মানুষের সর্বনাশ করা যায়। এ কারণেই সুশাসন থাকলে কতিপয় চক্রের গা-জ্বালা করে। তারা চায় না বাজার সঠিকভাবে চলুক।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে নিজেদের উন্নতির জন্য। এতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। সঠিক উপায়ে কোম্পানি পরিচালনা করে তারা মুনাফা বাড়াবে, সেই মুনাফার প্রাপ্য অংশ বিনিয়োগকারীদের দেবেন। এক্ষেত্রে সততা রক্ষা করে, নিয়ম মেনে চললেই হলো। কিন্তু অনেক কোম্পানি সেটি করে না। বিনিয়োগকারীদের প্রতি ওইসব কোম্পানির কোনো জবাবদিহিতা বা দায় বোধ থাকে না। তখনই বিষয়টি আর ন্যায়নিষ্ঠ থাকে না। হয়ে পড়ে অনিয়ম। আর এই অনিয়ম থেকে পুঁজিবাজার নানা ধরনের সংকট তৈরি হয়। বিনিয়োগকারীরা লোকসানে পড়েন।  এটি রোধ করার জন্যই সবার আগে দরকার সুশাসন।

Tagged