এসএমজে ডেস্ক:
সপ্তাহের শেষ কাযদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯ কোম্পানির মোট ২৮ লাখ ২৮ হাজার ৮৫৭টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজারমূল্য ৬ কোটি ১৯ লাখ ৪ হাজার টাকা।
ব্লক মার্কেটের লেনদেনে শীর্ষে অবস্থান করছে উত্তরা ব্যাংক লিমিটেড। কোম্পানির মোট ১ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। কোম্পানির মোট ১ কোটি ৪৭ লাখ ৩৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তৃতীয় স্থানে থাকা সাইহাম কটনের ৯৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনেদেনের চিত্র তুলে ধরা হলো-
কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ |
উত্তরা ব্যাংক | ১ কোটি ৬৬ লাখ ৬০ হাজার | মার্কেন্টাইল ইন্স্যুরেন্স | ২৮ লাখ ৮০ হাজার |
ব্রিটিশ আমেরিকান টোবাকো | ১ কোটি ৪৭ লাখ ৩৮ টাকার | সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস | ২২ লাখ ১৯ হাজার |
সাইহাম কটন | ৯৯ লাখ ৪৫ হাজার | এমএল ডাইং | ১৭ লাখ ৪০ হাজার |
ফার্স্ট ফাইন্যান্স | ৬৬ লাখ ৭২ হাজার | ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং | ১৫ লাখ ৫০ হাজার |
দুলামিয়া কটন | ৫৫ লাখ |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি