ব্লক মার্কেটে ৩২ কোম্পানির ৪০ কোটি টাকা লেনদেন

এসএমজে রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে কেনাবেচা হয়েছে ৩২টি কোম্পানির ১ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৪৯টি শেয়ার।
ডিএসইর সূত্র জানায়, ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে। আগের সপ্তাহে এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৩৯ কোটি ৭৭ লাখ ১৯ হাজার টাকা।
গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ছিল বীকন ফার্মা। এ সময়ে কোম্পানিটির ৩২ লাখ ৯৭ হাজার শেয়ার কেনাবেচা হয়েছে, যার মোট মূল্য ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার টাকা। বøকে এই কোম্পানির শেয়ার সর্বোচ্চ ২৮ টাকা ৭০ পয়সা ও সর্বনিম্ন ২৭ টাকা ১০ পয়সা দরে কেনাবেচা হয়েছে।
ব্লক মার্কেটের লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৫৯ লাখ টাকার। অন্যদিকে ৭ কোটি ৫০ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে ছিল যমুনা ব্যাংক।
এছাড়া, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ২ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৫ লাখ ৪ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ লাখ ৩৫ হাজার টাকার, বঙ্গজের ৭ লাখ ৭৫ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ১ কোটি ৬০ লাখ ৯৯ হাজার টাকার, আইবিবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের ১৩ লাখ ৩৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৭ লাখ ৮০ হাজার টাকার, ফার্মা এইডসের ৫ লাখ ১৩ হাজার টাকার, ওয়াটা কেমিক্যালের ১১ লাখ ৬৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৪৯ লাখ ৯৯ হাজার টাকার, গ্রীণডেল্টার ৩৩ লাখ ৭২ হাজার টাকার, আইটিসির ৫ লাখ ৬১ হাজার টাকার, খান ব্রাদার্সের ৫ লাখ ৫ হাজার টাকার,সিঙ্গার বিডির ১৬ লাখ ৮ হাজার টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ৭ লাখ ৪ হাজার টাকার, নাভানা সিএনজির ৪৯ লাখ ৫৬ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৪০ লাখ টাকার, ওরিয়ন ইনফিউশনের ২৬ লাখ ৮০ হাজার টাকার,প্রাইম ব্যাংকের ৮৪ লাখ ১৫ হাজার টাকার, রেনেটার ১৯ লাখ ৭৫ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৪২ লাখ ২২ হাজার টাকার, সিনো বাংলার ১ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১১ লাখ ৪৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৬ লাখ ৬০ হাজার টাকার, ইবনে সিনার ৮ লাখ ২৫ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১৯ লাখ ৮০ হাজার টাকার, এসকে ট্রিমসের ১১ লাখ ৬০ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএমজে/২৪/এমএইচ

Tagged