ব্লক মার্কেটে ৩২ কোম্পানির লেনদেন ৩৫ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানির মোট ১ কোটি ২২ লাখ ২৬ হাজার ৫১৭টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩৫ কোটি ১৮ লাখ ৬৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। কোম্পানিটির মোট ২১ কোটি ৩৯ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্টোকেমিক্যাল। কোম্পানিটির মোট ২ কোটি  ৮১ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার মোট ১ কোটি ৭৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- এএফসি এ্যাগ্রো, ব্রিটিশ আমেরিক্যান টোবাকো, ব্র্যাক ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডেল্ট্রা ব্র্যাক, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ফুয়াং ফুড, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীনফোন, কহিনুর কেমিক্যাল, খুলনা প্রিন্টিং, লংকা বাংলা, লাফার্ড হোলসিম, মার্কেন্টাই ইন্স্যুরেন্স, নিউ লাইন ক্লোথিং, নিটল টিউবস, রিপাবলিক ইন্স্যুরেন্স, রতনপুর স্টিল, এস. আলম কোল্ড রোল্ড, সমতা লেদার, সী-পার্ল বীচ রিসোর্ট, শাশা ডেনিমস, সিলকো ফার্মা, সিলভা ফার্মা, এসকে ট্রিমস, সোনালী পেপার, এস.এস স্টীল এবং ওয়েস্টার্ন ‍মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged