ব্লক মার্কেটে ৩০ কোম্পানির লেনদেন ৩০৭ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ৩০ কোম্পানির মোট ২ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৬৫৭ টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩০৭ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বেস্কিমকো ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির মোট ২৭০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াইমেক্স ইলেকট্রোডস লিমিটেড। কোম্পানিটির মোট ৬ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা প্রভাতি ইন্স্যুরেন্সের মোট ৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকমার্কেটে লেনদেনের হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- এডিএন টেলিকম, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেলটা ব্র্যাক হাউজিং, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, ফারইস্ট নিটিং, গ্রামীন ওয়ান:স্কিম টু, খুলনা পাওয়ার, মোজাফফর হোসেন স্পিনিং, এমএল ডায়িং, ন্যাশনাল ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, দ্যা পেনিনসুলা চিটাগং, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, রেনেটা লিমিটেড, রুপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং এসকে ট্রিমস।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/তা

Tagged