ব্লক মার্কেটে ২৬ কোম্পানির লেনদেন ১৮৭ কোটি টাকা

এসএমজে ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানি লেনদেনে করেছে। এসব কোম্পানির ১৮৭ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ৫৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণ ফোন লিমিটেড। কোম্পানিটির মোট ৫৫ কোটি ৪ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা রেনেটা লিমিটেডে মোট ৩১ কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- এডিএন টেলিকম, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সেন্টাল ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, ই-জেনারেশন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, মীর আক্তার হোসেন, মুন্নু সিরামিক, ন্যাশনাল ফীড মিল, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট ইন্সুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, শাইন পুকুর সিরামিক্স, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এস.এস.স্টিল ও স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/সা

Tagged