ব্লক মার্কেটে ১৮ কোম্পানির লেনদেন ৮ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ১৮ কোম্পানির মোট ১৭ লাখ ৩১ হাজার ৬৭২ টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৮  কোটি ১ লাখ ২৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। কোম্পানিটির মোট ৩ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ডেলটা ব্র্যাক হাউজিং-এর মোট ৩৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবেলস, আইসিবি এএমসিএলসেকেন্ড মিউচুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং লিমিটেড, মুন্নু সিরামিক, নাহি এ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল, ওরিয়ন ইনফিউশন, পিপলস ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/তা

Tagged