ব্লক মার্কেটে ১৫ কোম্পানির ২০ কোটি টাকার শেয়ার লেনদেন

এসএমজে রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ১৫ কোম্পানির ২০ কোটি ৫৭ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। কোম্পানিটির মোট ৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ৫ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

উত্তরা ব্যাংক লিমিটেড লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইলস লিমিটেড ৫ লাখ ৪ হাজার, আনোয়ার গেলভানাইজিং লিমিটেড ১০ লাখ ৩৫ হাজার টাকা, বঙ্গজ লিমিটেড ৭ লাখ ৭৫ হাজার, ব্যাংক এশিয়া লিমিটেড ১ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা, বিকন ফার্মা লিমিটেড ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার, আইবিবিএল মুদরাবা পারপেচুয়াল বন্ড ১৩ লাখ ৩৮ হাজার টাকা। লঙ্কাবাংলা ফিন্যান্সিয়াল লিমিটেড ১৭ লাখ ৮০ হাজার, ন্যাশনাল টিউবস লিমিটেড ১২ লাখ ২১ হাজার টাকা। ফার্মা এইড লিমিটেড ৫ লাখ ১৩ হাজার, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৪ লাখ ৯৯ হাজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৮ লাখ ৪৮ হাজার ও ওয়াটা সিমেন্ট লিমিটেড ৬ লাখ ৬৫ হাজার টাকা।

এসএমজে/২৪/এমএইচ

 

Tagged