ব্লক মার্কেটে ১৪ কোম্পানির লেনদেন ২৮ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে  আজ সোমবার মোট লেনদেন হয়েছে ২৮  কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকা। ১৪ কোম্পানির মোট ৭৬ লাখ ৮৪ হাজার ৯৮৯টি শেয়ার লেনদেন হয়েছে।

আজ ব্লক মার্কেটে লেনদেনের প্রথম অবস্থানে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার। কোম্পানির মোট ১৫ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বেঙ্গল উইন্ডসর ফার্মপ্লাস্টিকস লিমিটেড। কোম্পানিটির মোট ৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানির মোট ২ কোটি ৫৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে-  ম্যারিকো বাংলাদেশ ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার, এস.এস স্টিল ১ কোটি ৪৩ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২ কোটি ৬২ হাজার, এসকে ট্রিমস ৮৩ লাখ ৮১ হাজার, সামিট পাওয়ার ৮১ লাখ ২০ হাজার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৫৭ লাখ ৭৭ হাজার, নর্দান জুট মেনুফ্যাকচারিং ৩১ লাখ ৩০ হাজার, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ ১৫ লাখ ৩৮ হাজার, এফএএস ফাইন্যান্স ৬ লাথ ৭৩ হাজার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ৫ লাখ ৯০ হাজার এবং এডিএন টেলিকম ৫ লাখ ১৩ হাজার। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা