বিনিয়োগকারীরা পুঁজিবাজারের প্রাণ

সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারের প্রাণ। তাদের কথা ভাবতে হবে সংশ্লিষ্ট সকল পক্ষকে। এমন ধরনের বাজার কায়েম করতে হবে, যাতে বিনিয়োগকারীরা প্রতারণার ফাঁদে না পড়েন। সব সময় বিনিয়োগকারীরা শুধু মুনাফাই পাবেন, এমন কথা বলছি না। তারা যেনো কোনো ধরনের অন্যায়ের শিকার না হন। এ কারণেই পুঁজিবাজার থেকে সব ধরনের অনিয়ম বন্ধ করতে হবে। উদ্যোগ নিতে হবে একটি স্থিতিশীল পুঁজিবাজার প্রতিষ্ঠার।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো মূলধন সংগ্রহের পর সঠিক উপায়ে নিয়ম-নীতে পালন করবে, এমনটাই প্রত্যাশা। কিন্তু কখনো কখনো এর ব্যত্যয় হয়। অনেক কোম্পানির পরিচালক এই বিষয়টি ভুলে যান। এটি কোনোভাবেই কাম্য নয়। তাদের ভোগ বিলাসের জীবনে বিনিয়োগকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই নিয়ন্ত্রক সংস্থার উচিত, বিনিয়োগকারীবান্ধব পুঁজিবাজার প্রতিষ্ঠা করা। কোম্পানিগুলোকে নিয়মের মধ্যে রাখা। একই সঙ্গে বাজারে কারসাজিসহ আরও যেসব অনিয়ম হয়ে থাকে সেগুলোও বন্ধ করতে হবে। শেষ বিচারে বিনিয়োগকারীদের স্বার্থ আর দেশের অর্থনীতির স্বার্থ অভিন্ন। পুঁজিবাজারে অংশীজনদের এটি বুঝতে হবে। না হলে যত কথাই বলা হোক পুঁজিবাজারে প্রাণ ফেরানো সম্ভব নয়।

Tagged