বিনিয়োগকারীদের স্বার্থ বাদ দিয়ে পুঁজিবাজারের উন্নতি অসম্ভব

ঘটা করে বাজারের উন্নতির কথা বলা হচ্ছে। গত কয়েক মাসে বাজারবান্ধব বেশকিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তারপরও বলা দরকার- এর মধ্য দিয়ে কতটা লাভবান হয়েছেন বিনিয়োগকারীরা। আর বিনিয়োগকারীদের স্বার্থ বাদ দিয়ে পুঁজিবাজারের উন্নতি সম্ভব নয়। তাই সরকারে বিভিন্ন দিকনির্দেশনা আর পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পদক্ষেপের মধ্য দিয়ে সাধারণ বিনিয়োগকারীরা কতটা উপকৃত হচ্ছেন, এই প্রশ্ন থেকেই যাচ্ছে।

আগেও দেখা গেছে পুঁজিবাজারে দেওয়া সরকারের বিভিন্ন প্রণোদনাসহ অনেক সুবিধা বিনিয়োগকারীদের জন্য দেওয়া হলেও পকেট ভারি হয়েছে কতিপয় মহলের। এর ফলে বিনিয়োগকারীদের কাছে পৌঁছেনি সব সুবিধা। অনেক সময় দেখা গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকরা পুঁজি উত্তোলন করে দায়িত্বশীল ভূমিকা পালন করেননি। তাদের দায়বদ্ধ থাকার কথা। তারা সেই দায়বোধ করেননি। ফলে অবিশ্বস্ত হয়ে পড়েছে পুঁজিবাজার। এই পরিস্থিতি থেকে বাজারকে বের করে আনতে হলে বিনিয়োগকারীদের স্বার্থ নিশ্চিত করতে হবে। এটি করার জন্য দৃঢ়চিত্ত নেতৃত্ব যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ। পুঁজিবাজার দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ। এটি উন্নত হলে অর্থনীতিরই উন্নতি হবে।

Tagged