বিনিয়োগকারীদের ঝুঁকি না কমলে আস্থা ফেরানো কঠিন

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি কিছুটা থাকবেই। এখানে শূন্যঝুঁকি বলতে কিছু নেই। কিন্তু কথা হচ্ছে সেই ঝুঁকি সব সময় লেগেই থাকবে? বিনিয়োগকারীরা সব সময় ঝুঁকির মধ্যেই থাকবেন? বিশেষ করে গত প্রায় এক দশকের পুঁজিবাজারের দিকে তাকালে দেখা যাবে পুঁজিবাজারে যেনো বিনিয়োগকারীদের ঝুঁকি দিন দিন বেড়েই চলছে। বলতে চাচ্ছি- পুঁজিবাজার কখনো কখনো কিছুটা কম ঝুঁকিতে থাকবে কিংবা বিনিয়োগবান্ধব হবে। আর সেই সময়টুকুর জন্যই বিনিয়োগকারীরা অপেক্ষায় থাকেন। কিন্তু গত  এক দশকের পুঁজিবাজারে যেনো বিনিয়োগকারীদের অপেক্ষার শেষই হচ্ছে না। বাজারের চিত্র দেখলে বোঝা যায় এতে বিনিয়োগকারীরা সব সময়ই ঝুঁকির মধ্যেই থাকেন। এটি একটি স্বাভাবিক পুঁজিবাজারের ধর্ম হতে পারে না। বাজারে কখনো কখনো বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি হবে। এ সময় বিনিয়োগঝুঁকি কমে আসবে। কিন্তু এটি হচ্ছে না। বিনিয়োগকারীরা শেয়ার কিনে ঝুঁকিতে পড়ছেন আবার ছাড়তে গিয়েও ঝুঁকিতে পড়ছেন।

পুঁজিবাজার যদি স্বাভাবিক এবং স্থিতিশীল থাকে তা হলে ঝুঁকির মাত্রা কমে আসে। এ সময় সঠিক পদ্ধতিতে বিচক্ষণভাবে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা কিছুটা মুনাফা নিতে পারেন বাজার থেকে। এর জন্য অবশ্যই গুজব কারসাজিমুক্ত পুঁজিবাজার দরকার। এই কাজটি হচ্ছে না বলেই আস্থাও ফিরছে না দেশের পুঁজিবাজারে।

Tagged