বিনিয়োগকারীদের অপেক্ষার শেষ কবে

একটি স্থিতিশীল পুঁজিবাজারের জন্য বিনিয়োগকারীদের অপেক্ষার যেনো শেষ নেই। আর কতদিন তারা এর জন্য অপেক্ষা করবেন? এদিকে সরকারও চাইছে পুঁজিবাজার স্থিতিশীল হোক। সংশ্লিষ্ট ব্যক্তিদের কথা থেকে এমন ইঙ্গিতই পাওয়া যায়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতিমধ্যে বাজারের স্থিতিশীলতা আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের পদক্ষেপও নেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। তবে এসব পদক্ষেপের পর পুঁজিবাজারে স্থিতিশীলতা আসেনি।

ফলে সহজেই প্রশ্ন আসে বিনিয়োগকারদীরে অপেক্ষার অবসান হবে কবে? যে বিষয়টি আমরা বরাবরই বলেছি সেটি হচ্ছে, আজকের যুগে অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হচ্ছে পুঁজিবাজার। এটি শুধু আমাদের দেশ নয় উন্নতবিশ্বেও প্রমাণিত। কিন্তু আমাদের দেশে বিষয়টি সেভাবে নেওয়া হয়েছে কি না বলা একটু কঠিন। কারণ বিভিন্ন ঘটনা থেকে অনেক সময় এমন ধারণা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। যেভাবে জাতীয় উন্নতির ক্ষেত্রে পুঁজিবাজারকে কাজে লাগানো দরকার ছিল সেটি হয়নি। একটি মাত্র বিষয় যেটি হচ্ছে সুশাসন। এখনও দেশের পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ফলে বাজারেরও অগ্রগতি আশানুরূপ নয়। যে কারণে বিনিয়োগকারীদের অপেক্ষার শেষ হচ্ছে না।

Tagged