বিনিয়োগকারীদের আস্থার পুঁজিবাজার কতদূর

পুঁজিবাজার এমন একটি ব্যবস্থাপনা, যেখানে বিনিয়োগকারীদের আস্থার বিকল্প নেই। একই সঙ্গে আস্থার পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্যও দরকার। পাশাপাশি দেশের অর্থনীতির ক্ষেত্রেও এর ভূমিকা অপরিসীম। এখানে যতগুলো পক্ষ জড়িত সকলের কাজের আস্থার প্রমাণই পুঁজিবাজারের আস্থা। একটি আস্থাশীল পুঁজিবাজার দেশের অর্থনীতিকে দিতে পারে ভিন্ন মাত্রার গতি। কিন্তু আমাদের দেশের পুঁজিবাজারে আস্থার অভাব খুবই প্রকট। এখানে বিনিয়োগকারীরা প্রায়ই শঙ্কায় থাকেন। তাদের মনে অবিশ্বাসের কারণে বাজারের স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ে।

বিশেষ করে কোম্পানিগিুলোর শেয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে বিনিয়োগকারীরা খুবই ঝামেলায় পড়েন। কোন শেয়ারের দর কী কারণে কখন বাড়ছে-কমছে সেটি পরিস্কার থাকে না দেশের পুঁজিবাজারে। অনেক সময় ভালো মৌলভিত্তির শেয়ার কিনেও বিনিয়োগকারীদের বিপদে পড়তে হয়। কারণ যৌক্তিক কারণ ছাড়াই ওই শেয়ারের দর কমতে থাকে। এতে আতঙ্কিত হয়ে তারা শেয়ার বিক্রি করে দেন। আবার অযথাই দুর্বল শেয়ারের দর বাড়তেও দেখা যায়। এসয়ও বিনিয়োগকারীরা বুঝতে পারেন না কী করবেন। এ ধরনের বিষয় এমনিতেই হয় না। এর পেছনে কলকাঠি নাড়ার জন্য কতিপয় চক্র রয়েছে। এই চক্র থেকে পুঁজিবাজার মুক্ত করতে না পারলে আস্থার বিষয়টি খুব দূরের হয়েই থেকে যাবে।

Tagged