বিনিয়োগকারীদের আতঙ্কের শেষ কোথায়

করোনাভাইরাস ঠেকাতে এক সপ্তাহের লকডাউনের খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। আতঙ্কে তারা শেয়ার বিক্রির চাপ বাড়িয়ে দিয়েছেন। এতে একদিনে ১৮১ পয়েন্ট সূচক হারিয়েছে দেশের পুঁজিবাজারে। এই ধসের মধ্যে পড়ে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম একদিনেই ১৫ হাজার কোটি টাকা গায়েব হয়ে গেছে। বিনিয়োগকারীদের এ ধরনের আতঙ্কের শেষ কোথায়? কী কারণে তারা এত আতঙ্কিত হয়ে পড়েন? লকডাউনের অনেক আগে থেকেই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগকারীদের আশ্বস্থ করে আসছে, পুঁজিবাজার বন্ধ হবে না। তারপরও এত বড় ধসের ঘটনা কেনো?

বিনিয়োগকারীরা কি সংশ্লিষ্টদের কথায় আস্থা রাখতে পারছেন না? তারা কি বাজারের ভরসার জায়গায় সবসময় ভয়ই দেখেন? এসব প্রশ্ন উড়িয়ে দেই কী করে? দীর্ঘ সময় ধরে বাজারের অদ্ভুত আচরণ বিনিয়োগকারীদের মধ্যে এই ভয় সৃষ্টি করেছে। তারা কোনো মতেই বাজার থেকে ইতিবাচক সহায়তা পাচ্ছেন না। এ কারণে অবিশ্বাস আর ভয় তাদের মধ্যে জেঁকে বসেছে। এমনটাই এখন মনে হচ্ছে।

এখন নিয়ন্ত্রক সংস্থার আশ্বাসও বিনিয়োগকারীদের আতঙ্ক দূর করতে পারেনি। ফলে বড় দরপতনের ঘটনা ঘটেছে। আমরা বরাবরই বলে আসছি, পুঁজিবাজারে আস্থা বাড়ানো দরকার। এবারও বিষয়টি প্রমাণ হলো।

Tagged