বাজার অস্বাভাবিক থাকলে ফুলে ফেঁপে উঠে কতিপয় চক্র

দেশের পুঁজিবাজার অস্বাভাবিক থাকলে কার লাভ? নিশ্চয়ই কারো না কারো লাভ হয়। তা না হলে বাজারে প্রায়ই অস্বাভাবিক ঘটনা ঘটতো না। বাজার অস্বাভাবিক থাকলে কতিপয় চক্রের লাভ হয়। তারা ফুলে ফেঁপে ওঠে। এ সময় কতিপয় অসাধু চক্র নানা ধরনের কারসাজির সুযোগ সৃষ্টি করে। এরপর হাতিয়ে নেয় সাধারণ বিনিয়োগকারীদের টাকা। এটি করার জন্য তারা সব সময় মরিয়া হয়ে থাকে। বিভিন্নভাবে ফাঁদ তৈরি করে বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করে তারপর নিজেদের স্বার্থ হাসিল করে বাজার কিছু সময়ে জন্য চুপ মেরে যায়। কিছু সময় পরে আবার ভিন্ন কৌশলে একই ধরনের পরিস্থিতি তৈরি করে। এভাবে সাধারণ বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হতে থাকেন। এই ধরনের প্রবণতার ফলে দেশের পুঁজিবাজার দিন দিন বিশ্বাসযোগ্যতা হারায়।

মনে রাখা দরকার বাজার টিকিয়ে রাখতে হলে বিনিয়োগকারীদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করতে হবে। তারা যেনো বিনিয়োগের নিরাপত্তা পান সেই অবস্থা বজায় থাকতে হবে। তাহলেই কেবল বাজার স্বাভাবিক হতে পারে। বর্তমান ডিজিটাল যুগে অনিয়ম রোধ করার অনেক সুযোগ রয়েছে। দরকার কেবল আন্তরিকতার। আন্তরিকতা থাকলে বাজার থেকে অস্বাভাবিক প্রবণতা নির্মূল করা অসম্ভব নয়।

Tagged