ফের ২ হাজার কোটি টাকা লেনদেন: বিনিয়োগকারীদের মনোবল বাড়াবে

ব্যাংক-বিমার শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রোববার পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। এদিন লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪৬ পয়েন্ট।

সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১০৫ কোটি টাকা। যা গত সাড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত বছরের ৭ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৯৭ কোটি টাকা।

রোববার ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫টির, অপরিবর্তিত ছিল ৮টি কোম্পানির শেয়ারের দাম। একইভাবে বিমা খাতের ৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৩ কোম্পানির শেয়ারের দাম।

ব্যাংক-বিমা কোম্পানির শেয়ারের দাম বাড়ায় চাঙা হচ্ছে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা আস্থায় ফিরছেন। ফলে লেনদেনও দ্বিগুণ হচ্ছে। এখন এর ধারাবাহিকতা বাজায় থাকা দরকার। বিশেষ করে বাজারে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র হতে না পারে, সেদিকটাই বেশি করে দেখা প্রয়োজন।

Tagged