ফের লেনদেন হাজার কোটির নিচে: বাজারের অস্থিরতাই কি দায়ী নয়?

পুঁজিবাজারে সাম্প্রতিক যে অস্থিরতা বিরাজ করছে এটি অপ্রত্যাশিত। কিছুদিন আগেও বাজারে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিলো, বর্তমানে সেটি আর নেই। এই  কারণে আড়াই হাজার কোটি টাকা থেকে লেনদেন নেমে এসেছে হাজার কোটিরও নিচে। অথচ দেশের অর্থনীতিতে এমন কোনো ঘটনা ঘটেনি যাতে লেনদেনের এমন অবনতি হতে পারে।

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ২৫ নভেম্বর সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমে গেছে। যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। শুধু লেনদেন ও সূচক নয় বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার দরও কমেছে।

লেনদেন পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স  ৬৫ পয়েন্ট কমে ৬ হাজার ৮৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকা। যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৭ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮২৪ কোটি টাকা। এরপর লেনদেন উঠা-নামা করলেও এতোটা নিচে নামেনি। আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১২৯ কোটি ৫৫ লাখ টাকা। তাই প্রশ্ন উঠে লেনদেনের এই চিত্র কি বাজারের অস্থিরতারই প্রকাশ নয়?

Tagged