পুঁজিবাজারে ১৫ হাজার কোটি টাকা হাওয়া: এই দায় কার?

বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার মুখোমুখি অবস্থানের কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ কারণে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ১৫ হাজার কোটি টাকা হাওয়া হয়ে গেছে। এমনটিই মনে করছেন অনেকে। সপ্তাহের টানা পাঁচ দিনই দরপতন হয়েছে।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক কমেছে ৬৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ২২১ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সোনালী ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ করায় বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে। এ অবস্থায় বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে ব্যাংকের শেয়ার বিক্রি করে দিচ্ছেন। আর তাতে আবারও দরপতনের বৃত্তে আটকা পড়েছে পুঁজিবাজার।

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই দায় কার? বিনিয়োগকারীরা আর কত কাল এভাবে সর্বস্বান্ত হবেন?

দেখা গেছে, বড় দরপতনের মধ্য দিয়ে গেলো সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। এতে  ডিএসই বাজার মূলধন প্রায় ১৫ হাজার কোটি টাকা কমে গেছে। এর আগে টানা দুই সপ্তাহে বাজার মূলধন সাড়ে ৯ হাজার কোটি টাকা বেড়েছিল। সে হিসাবে দুই সপ্তাহে যে পরিমাণ বাজার মূলধন বেড়েছিল, এক সপ্তাহেই তার থেকে বেশি হারিয়ে গেছে। এটি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

Tagged