প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যৌক্তিক আচরণ: কতটা আশা করা যায়?

ক্ষুদ্র বিনিয়োগকারীনির্ভর দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় ধরনের ভূমিকা রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতো আচরণ করে। এতে বাজারের স্থিতিশীলতা নষ্ট হয়। এ কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে আরো যৌক্তিক আচরণ প্রত্যাশা করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে কমিশনের কর্মকর্তারা এ মতামত ব্যক্ত করেছেন বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।

আমরা বলতে চাই এ ধরনের আশাবাদ আগেও শোনা গেছে। অনেক আগে থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নিয়ে দাবি জানিয়ে আসছিলেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। কিন্তু সেসব কাজের বেলয় তেমন কিছুই হয়নি। তাই এক্ষেত্রে কতটা আশার প্রতিফলন ঘটবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরাও মনে করি, বাজার স্থিতিশীল রাখতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিক রাখা দরকার। তবে এ ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে সেটি দূর করা দরকার। কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও  তাদের সীমাবদ্ধতার কথা বলে আসছেন। সেগুলোও সঠিক উপায়ে বিবেচনা করা দরকার। এ বিষয়ে পুঁজিবাজারের স্বার্থ বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়াই কাম্য।

Tagged