প্রশ্নবিদ্ধ পুঁজিবাজার কাম্য নয়

লাভ-লোকসান মিলিয়েই পুঁজিবাজার। এখানে শুধুই লাভ কিংবা শুধুই লোকসান হবে, এমন নয়। তারপরও পুঁজিবাজারের স্বাভাবিকতা বলতে একটি বিষয় আছে। সেটি হচ্ছে সর্বক্ষেত্রে ন্যায্যতা। কোম্পানি কিংবা বিনিয়োগকারী কারো জন্যই অন্যায্যতা প্রত্যাশিত নয়। এটি বাজারকে প্রশ্নবিদ্ধ করে। কিছুতেই প্রশ্নবিদ্ধ পুঁজিবাজার কাম্য নয়।

পুঁজিবাজারের পুরো প্রক্রিয়াটি দেখার জন্য বাজার কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থাসহ আরো প্রতিষ্ঠান রয়েছে। কোথাও কোনো ধরনের গাফিলতি হলে তাদের দায় থাকা উচিত। এতে কোনো ব্যক্তিবিশেষের ব্যর্থতা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। মনে রাখা প্রয়োজন, ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থ অনেক বড়। এই মন্ত্র নিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হওয়া দরকার। কারণ একজনের ব্যর্থতার জন্য পুঁজিবাজারে বড় ধরনের ক্ষতি হতে পারে। যার নেতিবাচক প্রভাব পড়তে পারে গোটা অর্থনীতিতে। এ কারণেই সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সব সময় পুঁজিবাজারকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হবে। এটি যদি সম্ভব হয় বাজারের উন্নয়ন আটকে থাকবে না। বিশেষ করে গত একদশকে দেশের পুঁজিবাজারে সুশাসন চেয়ে আসছেন বিনিয়োগকারীরা। তাদের একটাই দাবি, বাজার প্রশ্নমুক্ত ও স্বাভাবিক হোক। এতে লোকসান হলেও তাদের মনোবেদনা থাকবে না। আমরাও মনে করি, তাদের এই দাবি খুবই যৌক্তিক।

Tagged