ক্রেতা সংকটে পুঁজিবাজার: উত্তরণের উপায় খোঁজা প্রয়োজন

সূচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস গত ২ অক্টোম্বর দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে গত সপ্তাহের বুধ, বৃহস্পতি ও চলতি সপ্তাহের রোববার টানা তিন কর্মদিবস পুঁজিবাজারে উত্থান হলো।

এদিন সূচক বাড়লেও ক্রেতা সংকট ছিল ১৫৮টিরও বেশি কোম্পানির শেয়ারের। এর মধ্যে সবচেয়ে বেশি ক্রেতার সংকট ছিল বিমা খাতের শেয়ারে। এরপর ক্রেতা না থাকার শীর্ষে ছিল মিউচ্যুয়াল ফান্ড খাত। এছাড়াও ব্যাংক, বস্ত্র, প্রকৌশল, ওষুধ খাতসহ প্রায় সব খাতের দুই-তিনটি করে কোম্পানির শেয়ারের ক্রেতা ছিল না।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বাজারে ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মোট ২৮ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৫৩৯টি শেয়ার ও ইউনিটের কেনাবেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ ৮১ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২১৬ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। তবে পুঁজিবাজারের এই ক্রেতা সংকট দ্রুত দূর হওয়া প্রয়োজন। এর থেকে উত্তরণের উপায় খোঁজা দরকার।

Tagged