পুঁজিবাজার সম্পর্কে গভর্নরের দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানাই

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ‘ব্যাংক খাতের বড় সমস্যা খেলাপি ঋণ। আর এ ঋণ খেলাপি হওয়ার অনেক কারণের মধ্যে অন্যতম হলো ব্যাংকগুলো স্বল্পমেয়াদি আমানত নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে। অথচ দীর্ঘমেয়াদি বিনিয়োগ ব্যাংকের দেওয়ার কথা নয়, ব্যাংক দেবে উদ্যোক্তাদের চলতি মূলধন ঋণ। আর উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি অর্থায়ন করবে পুঁজিবাজার বা বন্ড বাজার।

কিন্তু আমাদের দেশে সেটি হচ্ছে না। তাই দেশের মানুষ ও উদ্যোক্তাদের কীভাবে শেয়ারবাজারমুখী করা যায়, সেটি নিয়ে কাজ করছি।’

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে মানুষের আস্থা ও বিশ্বাস খুবই জরুরি। আমরা দেখেছি ১৯৯৬ ও ২০১০ সালের ঘটনায় মানুষের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে। তাই মানুষের মধ্যে আস্থা বাড়াতে হলে পুঁজিবাজারের গলদগুলো খুঁজে বের করে সেগুলো নিরসনে ব্যবস্থা নিতে হবে।

আমরা মনে করি গভর্নরের এমন দৃষ্টিভঙ্গি সাধুবাদ পাওয়ার যোগ্য। পুঁজিবাজারকে একটি উন্নত অবস্থায় নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষ নিয়ে কাজ করতে পারলে পরিস্থিতি পরিবতর্ন হবে। এর মধ্য দিয়ে পুঁজিবাজার একটি শক্ত অবস্থানে দাঁড়াতে পারবে।

Tagged