পুঁজিবাজার সংশ্লিষ্ট সংস্থারগুলোর মধ্যে সমন্বয় থাকা দরকার

আমাদের দেশে প্রায়ই দেখা যায় এক সংস্থা এসে রাস্তার খানাখন্দক বন্ধ করে, পরের দিন আরেক সংস্থা এসে সেই জায়গায় খোঁড়াখুড়ি শুরু করে। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনাও হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণেই মূলত এমন ধরনের ঘটনা ঘটে। দেশের পুঁজিবাজারে অনেক সময় এ ধরনের বিষয় দেখা যায়।

পুঁজিবাজারের মতো জায়গায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা থাকলে খুবই বড় ধরনের ক্ষতি হতে পারে। এ জন্য এখানে সকলের সমন্বয় থাকার বিষয়টি নিশ্চিত হওয়া দরকার। পুঁজিবাজারে লাখ লাখ বিনিয়োগকারী শত শত কোম্পানির বিষয় জড়িত। এ ক্ষেত্রে সামান্য ত্রুটি থাকারও সুযোগ নেই। সকল পক্ষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাজের সঙ্গে অন্য সংস্থাগুলোর সমন্বয় থাকা খুবই দরকার। কারণ এখানে অনেক বিষয়ে বিএসইসি সিদ্ধান্ত নিলেও, বাস্তবায়নের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জগুলোর ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই। তাই কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সমন্বিত পদক্ষেপের বিকল্প নেই।

Tagged