পুঁজিবাজার লোপাটে সহায়তাকারীদের বিচার হওয়া উচিত

অতীতে নিয়ন্ত্রক সংস্থার সহায়তায় ভুয়া আর্থিক প্রতিবেদন তৈরি করে শত শত কোটি টাকা নামসর্বস্ব কিছু কোম্পানি বাজার থেকে লোপাট করেছে। এসব কোম্পানির আর্থিক প্রতিবেদন ফুলিয়ে–ফাঁপিয়ে দেখাতে কাজ করেছে কিছু নিরীক্ষা প্রতিষ্ঠান। তাই দুর্বল মানের এসব কোম্পানি ও নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিচারের আওতায় আনতে হবে।

মনে রাখতে হবে অপরাধী শাস্তি না পেলে অপরাধ বাড়তে থাকবে। বিগত দিনে যারা পুঁজিবাজার অনিয়ম করেছেন, তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সহায়তা নিয়েছেন। এটি মস্ত বড় অন্যায়। এই অন্যায় থেকে পুঁজিবাজারকে মুক্ত করতে হবে।

এ ছাড়া শেয়ারবাজারে মন্দ কোম্পানিকে তালিকাচ্যুত করার বিধান কার্যকর করা প্রয়োজন। ভালো কোম্পানিকে তালিকাভুক্তিতে উৎসাহিত করতে কর–সুবিধাসহ প্রণোদনার ব্যবস্থা করার ওপর জোর দিতে হবে। সরকারের নীতিনির্ধারকদের পক্ষ থেকে শেয়ারবাজারকে যথাযথ গুরুত্ব দেওয়ার সুপারিশ করাও এখন সময়ের দাবি।

এ ছাড়া বিনিয়োগকারীদের হিসাব খোলা ও লেনদেন সহজ করতে মুঠোফোননির্ভর সেবা চালুর বিষয়টিও ভাবা উচিত। স্বল্প মূলধনি বা কম পুঁজির কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির মাধ্যমে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা রোধে সার্কিট ব্রেকার বা মূল্যসীমা তুলে দেওয়া এবং শর্টসেল ব্যবস্থা চালু করার করতে পারলেও পুঁজিবাজার শক্তিশালী হবে।

Tagged