মন্দা মোকাবিলায় পুঁজিবাজারের জন্য বিশেষ পদক্ষেপ প্রয়োজন

অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। এসব পদক্ষেপের কারণে অনেক ক্ষেত্রে সাফল্যও দেখা যাচ্ছে। দেশের পুঁজিবাজারের বেলায়ও বিশেষ ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। তবে এক্ষেত্রে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সেটি নির্ধারণ করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। যোগ্য লেকদের পরমর্শ নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। তা হলে নতুন ধরনের সুযোগ তৈরি করতে হবে। শুধু মুখচেনা লোক দিয়ে সব কিছু চিন্তা করলে চলবে না। আমাদের দেশের বাস্তবতা হচ্ছে, অনেক বিষয়ে যোগ্য লোকদের প্রধান্য না দিয়ে কাজ করা হয়। এ কারণে অনেক ভালো সিদ্ধান্তও সঠিকভাবে কাজে দেয় না।

এই কারণে সব সময় সঠিক লোককে চেনা যায় না। ফলে ক্ষতি দেশ ও অর্থনীতির। এ কারণে আমরা মনে করি সত ও যোগ্য লোক খুঁজে তাদের পরমর্শ কাজে লাগাতে হবে। তা হলে যে কাজ দশ বছরেও হয়নি, সেটি দ্রুতই হওয়া সম্ভব।

Tagged