পুঁজিবাজার নিয়ে ডিএসইর আয়োজিত বঙ্গবন্ধুর লক্ষ্য’ বিষয়ক সভা আজ

এসএমজে ডেস্ক:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব শতবর্ষ) ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। সভাটি আজ ২৩ মার্চ (মঙ্গলবার) দুপুর ১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- ডিএসই আয়োজিত এবারের আলোচনার বিষয় হচ্ছে, গোল্ডন জুবলি অব ইন্ডিপেনডেন্স: অ্যাচিভমেন্ট অ্যান্ড প্রসপেক্টাস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইন লাইট অব দ্যা ভিশন অব বঙ্গবন্ধু’।

জানা যায়, আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুসুর রহমান।

এসএমজে/২৪/মি

Tagged