পুঁজিবাজার থেকে সিন্ডিকেট দূর করতে হবে

পুঁজিবাজার সিন্ডিকেটমুক্ত হলে বিনিয়োগকারীরা উপকৃত হবেন। অতীতে দেখা গেছে সিন্ডিকেটের কারণে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অশুভ আাঁতাতকারীরা সিন্ডিকেট করে শেয়ারের দর কমিয়ে-বাড়িয়ে বাজারে প্রভাব সৃষ্টি করে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ব্যাপক লোকসানের মধ্যে পড়েন। এ কারণে দীর্ঘ দিন ধরে বিনিয়োগকারীরা দাবি করে আসছেন সিন্ডিকেটমুক্ত পুঁজিবাজার। তাদের এই দাবির প্রতি বিভিন্ন সময় একাত্মতা জানিয়েছেন অনেক বাজার বিশ্লেষক। এসব বিষয় আমলে নিয়ে পুঁজিবাজার কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থাও নানা সময় প্রতিশ্রুতি দিয়েছেন পুঁজিবাজার সিন্ডিকেটমুক্ত করার। তবে সেসব প্রতিশ্রুতি খুব একটা কার্যকর হয়নি। যে কারলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ভয় ও শঙ্কা রয়েই গেছে।

বর্তমানে পুঁজিবাজারের লেনদেনে তুলনামূলক গতি এসেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। একইসঙ্গে ফের সিন্ডিকেট আতঙ্কেও ভুগছেন তারা। কারণ অতীতে তারা ‘চুন খেয়ে বিপদে পড়ে, এখন দই দেখেও ভয়’ অবস্থা। তাদের এই ভয় অমূলক নয়। আগের অভিজ্ঞতার কারণেই বর্তমানে তাদের সিন্ডিকেটভিতি। এই ভিতি দূর করতে হলে বাজার কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকর কিছু করতে হবে। তাহলে বিনিয়োগকারীদের সিন্ডিকেটভিতি দূর হতে পারে।

Tagged