কমছে ডিএসইর বাজার মূলধন, হতাশ বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক:

কিছুদিন সূচকের উত্থান দেখা দিলেও আবার পতনের ধারায় ফিরে গেছে দেশের শেয়ারবাজার। অধিকাংশ কোম্পানির শেয়ার দর হ্রাস পাওয়ার পাশাপাশি সূচকও নিম্নমুখি। সেইসাথে ক্রমান্বয়ে কমে যাচ্ছে ডিএসইর বাজার মূলধন কমছে। বাড়ছে বিনিয়োগকারীদের লোকসান ও হতাশা।

জানা যায়, দেশের বর্তমান গত সাত কার্যদিবস পুঁজিবাজারে টানা পতন অব্যাহত রয়েছে। এর মধ্যে শেষ চার কার্যদিবস বড় ধরনের পতন দেখেছেন বিনিয়োগকারীরা। কোনো কারণ ছাড়া এ ধরনের পতন স্বাভাবিক বাজারের লক্ষণ নয়।

গত ছয় দিনের পতনে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ২২ হাজার কোটি টাকা, দৈনিক গড়ে যার পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি। গত সাপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৫৯ হাজার ৯৭৭ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা। এরপর টানা পতনের পর বাজার মূলধন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ কোটি  ৮৫ লাখ ৫৯ হাজার টাকায় নেমে এসেছে।

এদিকে পতনের জের ধরে গত ছয় দিনে ডিএসইর প্রধান সূচক কমেছে ৩২৩ পয়েন্ট। প্রতিদিন গড়ে সূচকের পতন হয়েছে ৫৩ পয়েন্ট। গতকাল ডিএসইর প্রধান সূচক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে। অন্যদিকে এ সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ১৭ লাখ টাকা।

উল্লেখ্য, ব্যাংকগুলোর বিনিয়োগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করায় বাজার কিছুদিন ভালো থাকলেও গত সাত কার্যদিবস ধরে আবার লাগাতার পতন চলছে। এদিকে ফের টানা পতনে হতাশ বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/মি

Tagged